
আহাদুর রহমান:
আশাশুনি থেকে আর এক পলাতক কোভিড১৯ পজেটিভ রোগী উদ্ধার করা হয়েছে। শরিয়তপুরে ধান কাটতে যেয়ে করোনা পজেটিভ ধরা পড়লে সেখানকার কোয়ারেন্টাই সেন্টার থেকে পালিয়ে তিনি সাতক্ষীরায় আসেন।
আশাশুনি উপজেলার কোদন্ডা গ্রামের মনসুর এর ছেলে ডাব্লু (২৪) এ কান্ড ঘটান। তিনি ধানকাটার কাজে শরিয়তপুর যান। সেখানে তার করোনা পজেটিভ শনাক্ত হয়।সেখানকার কোয়ারেনটাইন সেন্টার থেকে পালিয়ে তার বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঊদ্ধার করে আজ সকালে হোম কোয়ারেনটাইনে রাখার ব্যবস্থা গ্রহন করে পুলিশ। তার বাড়ি সহ আশপাশের এলাকা লকডাঊন করে দিয়েছে পুলিশ।