নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফার উদ্দ্যোগে দেবহাটা উপজেলার ১ হাজার ৭০০ অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পারুলিয়া গরুরহাটে উক্ত ই্ফতারি সামগ্রী বিতরন অনুষ্ঠানে আলহাজ¦ আল ফেরদাউস আলফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর । এসময় আরোও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সেরা করদাতা আশিকুর রহমান সহ বিভিন্ন এলাকার ইউপি সদস্য সদস্যাবৃন্দ। উল্লেখ্য যে, জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা প্রতি বছর নিজস্ব অর্থায়নে অত্র ইফতারি সমগ্রী বিতরণ করে থাকেন।
জেলা পরিষদ সদস্য আলফার উদ্দ্যোগে ইফতার সমগ্রী বিতরণ
পূর্ববর্তী পোস্ট