
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলা পরিষদ কম্পাউন্ডে মেইন গেট নির্মাণ ও মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের স্থাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
সাতক্ষীরা জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় ২৭৪৮০০০০/- (দুই কোটি চুয়াত্তর লক্ষ আশি হাজার) টাকায় গৃহীত ১৪টি মেঘা প্রকল্প (জেলা পরিষদ কম্পাউন্ডে) বাস্তবায়ন করা হচ্ছে। জেলা পরিষদ কম্পাউন্ডে ১৩লক্ষ ১৭ হাজার ৮শ’৪৮ টাকা ব্যয়ে মেইন গেট নির্মাণ করা হচ্ছে এবং ৩০ লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
জেলা পরিষদ কম্পাউন্ডে মেইন গেট নির্মাণ ও মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, এম.এ হাকিম, মহিতুর রহমান, ওবায়দুর রহমান লাল্টু, মনিরুল ইসলাম, রোজিনা পারভীন ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।