রুবেল হোসেন: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ যোগ্য ৩য় ও ৪র্থ শ্রেনীর ৩ টি পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ওয়েব সাইটে এ তালিকা প্রকাশ করা হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ও জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ ও বাছাই কমিটির সদস্য সচিব দীপক কুমার সাহা স্বাক্ষরিত ফলাফল পত্রে পুরবার পরিকল্পনা পরিদর্শক (গ্রেড ১৬) পদে ১৪৩ জনের বিপরীতে উত্তীর্ণ ১৬ জন, পরিবার কল্যান সহকারী গ্রেড ১৭) পদে ৭ হাজার প্রার্থীর বিপরীতে ৪০৪ জন এবং আয়া পদে ৪ জন উত্তীর্ণ হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগন প্রয়োজনীয় কাগজপত্র সহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মূল সনদ প্রদর্শন ছাড়া কাউকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না বলেও জানানো হয়।