
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ০৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখ সকাল ১০.০০টায় সার্কিট হাউজ সভাকক্ষে দুর্যোগঝুঁকিহ্রাস করণ নেটওয়ার্ক গঠনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মো: সাদেকুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, সাতক্ষীরা, মোঃ তাসকিন আহমেদ, মেয়র, সাতক্ষীরা পৌরসভা, উপজেলা চেয়ারম্যান, আশাশুনি এবিএমডি মোস্তাকিম, উপজেলা চেয়ারম্যান, শ্যামনগর, মোঃ আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার দেবহাটা সাজিয়া আফরিন, আনোয়ারুল কবির, জাতীয় সমন্বয়কারী, নবজীবন প্রকল্পসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধিজন। অনুষ্ঠানে বক্তারা বলেন বিশে^র দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল সভায় বলেন জলবায়ুু পরিবর্তনের ফলে বাংলাদেশে নানা রকম দুর্যোগ সংগঠিত হচ্ছে এবং নানা রকম রোগ বালাই দেখা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের ২০১৯ সালের অনুষ্ঠিত সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে আগাম প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন। সভাপতি আরো বলেন সকলের সমন্বিত নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা সাতক্ষীরা জেলাতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারব।