নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা জাতীয় পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু জেলা প্রশাসকের কার্যালয় থেকে জাতীয় পার্টির নাঙ্গল প্রতিক নিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবুর নির্বাচনী অফিসে সৌজন্য সাক্ষাৎ করে। এরপরে দুপুর ২ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা করেন। এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, আশাশুনি জাতীয় পার্টির ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এড আলিফ হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহ সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি এসএম মাহাবুব রহমান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।