মোঃ মহিব বুল্লাহ: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসাবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পি,পি শাখা) বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ ঢাকা, উপ-সলিসিটর
(জিপি-পি,পি) মাহারুফ হোসাইন কর্তৃক প্রেরিত সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা প্রাপ্ত, জেলা দায়রা জজ আদালত ও এর অধীনে আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের আইন কর্মকর্তা তার ওপর এই দায়িত্ব অর্পিত হয়। কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল সাত্তার (পি,পি) হওয়ায় কালিগঞ্জের সচেতন মহল ও বিভিন্ন বেসরকারি সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।