নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় সাতক্ষীরার খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে এ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি এস এম আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পাদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন ও উপ ধর্ম বিষয়ক সম্পাদক জামান শাহেদ। এসময় বিভিন্ন উপজেলার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্লোগানে স্লোগানে ম্যুরালে আশেপাশে মুখরিত হয়ে ওঠে।
জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন
পূর্ববর্তী পোস্ট