নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ জাহাংগীর হোসেন মোল্লা (৪০) কে আটক করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সাতক্ষীরা টু কালিগঞ্জগামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি দেবহাটার মাঝসখিপুর গ্রামের মোঃ হাসান আলীর ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান এর সার্বিক তত্ত্বাবধানে জেলাব্যাপি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, ও সহযোগিতায় বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযানে জাহাংগীর হোসেন মোল্লা (৪০) কে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। দেবহাটা থানার মামলা নং-০১ , তারিখ- ০১/০৯/২০২৩।