নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)’র দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান’র সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ’র নেতৃত্বে জেলার পাটকেলঘাটা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে ১১ নভেম্বর এসআই (নিঃ)/দেব কুমার দাস, এএসআই (নিঃ)/৪২ বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় "সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন মির্জাপুর সাকিনস্থ মির্জাপুর শ্মশানঘাটের সামনে সাতক্ষীরা টু খুলনা গামী পাকা রাস্তার উপর হতে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাফিজুর শেখ কে আটক করা হয়। পাটকেলঘাটা থানার মামলা নং-০৫, তারিখ- ১১ নভেম্বর ২০১৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৯ (ক) এর একটি নিয়মিত মামলা রুজু হয়।