
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ কৃষকলীগ কালিগঞ্জ উপজেলার শাখার আয়োজনে শুক্রবার বিকাল তিন ঘটিকায় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অফিসে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বিশ্বজিৎ সাধু।
প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও জেলা সম্মেলন কমিটির সদস্য সচিব মোঃ মুনজুর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শেখ হেদায়েতুল ইসলাম ও জেলা কমিটি সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও জেলা সম্মেলন কমিটির সদস্য সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ, আশাশুনি উপজেলা কৃষকলীগের সভাপতি ও জেলা সম্মেলন কমিটির সদস্য স. ম. সেলিম রেজা প্রমুখ।
সভায় উপজেলার ১২ ইউনিয়নে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি গঠন ও উপজেলা সম্মেলন করার জন্য কতিপয় নির্দেশনাসহ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মোখলেছুর রহমান মুকুল।