১লা মে মহান মে দিবস। মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা। সেদিন শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়ে ছিলেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ১০ শ্রমিক প্রাণ হারান। পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসাবে পালন করতে শুরু করে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ভোমরা শাখার উদ্যোগে দিবস টি পালিত হয়। সকাল ৮ টায় একটা বর্ণাঢ্য র্যালি ও সকাল ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইমারত শ্রমিক ইউনিয়নের ভোমরা শাখার সভাপতি মোঃ ইবাদুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ভোমরা স্থলবন্দর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ বাবলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ভোমরা স্থলবন্দর,আলহাজ্ব মশিউর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ভোমরা স্থলবন্দর, মোঃ মনিরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ভোমরা স্থলবন্দর। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক আঃ কাদের, অর্থ সম্পাদক মোঃ বাবর আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবু তাহের, প্রচার সম্পাদক এবাদুল ইসলাম, কার্যকারী সদস্য ১ হোসেন আলি, ও কার্যকারী সদস্য ২ মোঃ জিয়াদ আলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।