জামিনুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, তৎকালীন সাতক্ষীরা -০৫ আসনের সাবেক সাংসদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ কে ফজলুল হকের সাথে গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল বারী, সাধারণ সম্পাদক শেখ মহাসিন আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন সহ যুবলীগ কর্মী আব্দুল্লাহ আল মামুন। জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদের মৃত্যু হলে সভাপতির পদ শূন্য হয়ে যায়। এর পর গত ২ জুন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান সাবেক সাংসদ এ কে ফজলুল হক ।