
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সন্ধ্যায় জেলা আ’লীগের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত সভাপতি জেলা আ’লীগ সভাপতি মুনসুর আহমেদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নব-গঠিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে অতীতের ন্যায় সহযোগিতা করবেন এবং প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে নতুন কমিটিকে দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি জিএম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারন সম্পাদক মোঃ মোজাফফার রহমান, যুগ্ম সাধারন সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আবুল কালাম, নির্বাহী সদস্য হাবিবুর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, মোহাম্মদ আলী সুজন, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।