
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাতক্ষীরা সদর থানার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা কমিটির সভাপতি গাজী মোঃ উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ রাজিব হোসেন স্বাক্ষরিত এক পত্রে আগামী ১ বছরের জন্য শেখ সাকিব হাসানকে সভাপতি ও কাজী রাশেদুর রহমানকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ আশিকুজ্জামান ও মোঃ সাজিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক রাজা বাবু, সাংগঠনিক সম্পাদক আলমাস তাইহান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক মোঃ মাসউদুর রহমান, সদস্য তৌফিকুর রহমান, বায়জিদ রহমান, জাবিদ হাসান, কামরুজ্জামান, আরাফাত হোসেন, মতিউর রহমান, রিপন হোসেন। পরে কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোশারফ হোসেন মশু, সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ওয়াহিদ পারভেজ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলার যুগ্ম সম্পাদক সোহানুল হক, সদরুল কাদির শাওন, ডালিম প্রমূখ।