
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারী করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। শুক্রবার সকাল ১০ টায় রসুলপুর মন্দির প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জাহিদ বাপ্পি, মিলন রায়, জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী আলী সুজয়, ছাত্রলীগ নেতা জুয়েল হাসান, যুব ঐক্য পরিষদ নেতা রণজিৎ ঘোষ প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অসহায় মানুষের পাশে দাড়ানোর লক্ষে জেলা আওয়ামীলীগ যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে তা অব্যাহত থাকবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগ নেতা ডা. সুব্রত ঘোষ।