
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামাল।
সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ আমিনুল ইাসলাম লাল্টু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোজাফ্ফর রহমান, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদর উপজেলা নির্বাহী দেবাশিষ চৌধুরী, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিফ রেজা, সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মীর নিমাজউদ্দিন আহমেদ।
সভায় জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগনসহ আইন শৃংখলা কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী সাতক্ষীরা জেলায় বিভিন্নস্থানে উগ্রমৌলবাদী জামায়াত-শিবিরের সহিংসতার নিহত ১৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধা হত্যার বিচারসহ ১৩৬ টি নাশকতার মামলায় পুলিশ আদালতে চার্জশীট দাখিলের পরও দীর্ঘদিনেও বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় আদালতের সরকারী কৌশলীকে (পিপি) দ্রুত এসব মামলার বিচার কাজ শেষ করতে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়। একই সাথে জেলার নারী ও শিশু নির্যাতন মামলার আসামীরা আদালতে যাতে শাস্তি পায় সে বিষয়ে সরকারী কৌশলীদের আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।এছাড়া সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মুজিববর্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোন ক্রমেই অবনতি না ঘটে সে ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় সবাইকে সতর্ক করেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করা হয়। এবং মাদকাসক্তদের ডাটাবেইজ তৈরি করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়।
মাসিক সভায়,খাদ্যে ভেজাল রোধ ও মাদক দ্রব্য বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালত অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় মৎস্য ঘেরের কারনে যাতে রাস্তার ক্ষতি না হয় তার জন্য টেকসই বাঁধ নির্মান করতে ঘেরমালিকদের নির্দেশ দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাগন ও মহসস্য কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।