
আহাদুর রহমান:
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৭৯ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে রোববার পাওয়া নমুনা রিপোর্টে সাতক্ষীরার ৩২ জন নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪২ জনে। নতুন একজন মৃত সহ করোনায় মোট মৃত্যুবরণ করেছে ৮ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার সরকার জানান, রোববার বেলা ২.৩০এ হাতে পাওয়া রিপোর্টে নতুন করে ৩২ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৭৯ টি নমুনা পরীক্ষায় এ ফলাফল এসেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২ জনে। সুস্থ হয়েছেন ১৬৮ জন। এছাড়া গত সোমবার বিকাল ৪টায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রসাদ মজুমদার( ৬৭)। নতুন শনাক্ত হওয়া পজেটিভ রোগীদের তালিকা দিয়ে স্থানীয় প্রশাসনকে আক্রান্তদের বাড়ি লকডাউন করার জন্য বলা হয়েছে।
এদিকে জেলা পুলিশের ও স্বেচ্ছাসেবক লীগ প্রসাদ মজুমদারের দাহ সম্পন্ন করেন। সৎকারে যোগদান করেন, পুলিশের এস আই রবিন চন্দ্র মন্ডল, এস আই লিটন কুমার সাহা কং গোপাল সাহা, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের দাফন কাজের টিম লিডার আফসার উদ্দিন আহমেদ তার ৮ সদস্যের টিম।
প্রসাদ মজুমদার সদর উপজেলার অমূল্য রতন মজুমদারের ছেলে। গত সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তে মারা যান তিনি।