নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা জুড়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, ৩৩ বিজিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, কাঙালিভোজ, কোরআন খতমসহ নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি): বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমানএর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর
পরিবেশে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পক্ষ থেকে ব্যাটালিয়ন সদরে কোরআন খতম এবং ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত, ব্যাটালিয়ন চিত্তবিনোদন কক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করাহয়। এ উপলক্ষ্যে সাতক্ষীরা সদর থানাধীন তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় ১০০ জন অসহায় গবীর দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তৈল, চিনি এবং আলু) বিতরণ করা হয়। এছাড়াও, ভোমরা সীমান্ত এলাকায় বসবাসকারী ৯৫ জন গবীর এবং দুঃস্থ জনসাধারণকে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ একেএম সফিকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজে ক্রীড়া শিক্ষক জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক প্রদুৎ কুমার বিশ্বাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি:
রমজাননগর ইউনিয়ন পরিষদ : রমজাননগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং রমজাননগর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব শেখ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জি,এম,আল- ফারুক বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৬নং রমজাননগর ইউনিয়ন পরিষদের পেনেল চেয়ারম্যান ও ৪নং ওয়াডের ইউপি সদস্য জনাব আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম সহ ইউনিয়ন ও ওয়াড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ।
বেত্রবতী হাইস্কুলে শোক দিবস পালিত: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বারের সভাপতিত্বে সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর দিথী খাতুন পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, এসএমসি সদস্য রাধাপদ ঘোষ, গণপতি বিশ্বাস।
সুন্দরবন টেক্সটাইল মিলস্ মাধ্যমিক বিদ্যালয়: দিনটি যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে সরকারি নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা সদরের সুন্দরবন টেক্সটাইল মিলস্ মাধ্যমিক বিদ্যালয়ে ভোর ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শাহজাহান সিরাজের সভাপতিত্বে বঙ্গবন্ধুর লেখা 'অসমাপ্ত আত্মজীবনী', 'কারাগারের রোজনামচা' ও 'আমার দেখা নয়া চীন' গ্রন্থ পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ৩ জন শিক্ষার্থী যথাক্রমে মুন্না হোসাইন,পূজা মণ্ডল ও মারিয়া সুলতানা গ্রন্থগুলোর নির্বাচিত অংশ পাঠ করে।
নগরঘাটায় শোক দিবস পালন: ১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে সাতক্ষীরা তালা উপজেলা নগরঘাটা ৩০মাইল মোড়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। পর্যায়ক্রমে তালা ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শাহাদাৎ বার্ষিকী পালন অনুষ্ঠানে যোগদান করেন
খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শ্রদ্ধা: খুলনায় জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
সোমবার (১৫ আগস্ট) সকালে খুলনা জেলা প্রশাসনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এমপি রবির সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিল ও গণভোজ: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল-১৫ আগস্ট সূর্যদ্বয়ের সাথে সাথে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে কোরআন খতম, দোয়া মাহফিল, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, দিনভর মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মসজিদে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ এবং মন্দিরে প্রার্থনা, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ করা হয়। দুপুরে দোয়া মাহফিল শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে দুস্থ্য-অসহায় গরীব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এবং সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরনের জন্য দলীয় নেতা কর্মীদের মাধ্যমে পাঠানো হয়। দোয়া মাহফিল ও গণভোজে আওয়ামী লীগের নেতা কর্মী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।
সাতক্ষীরা সিটি কলেজ: সাতক্ষীরা সিটি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল উদযাপন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ আবু সাঈদ এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল উদযাপন করা হয়।
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ (এসবিএসি) সাতক্ষীরা শাখা। সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ সাতক্ষীরা শাখার উদ্দ্যোগে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, বিশেষ র্যালি প্রদর্শন, আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে বৃক্ষরোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ সাতক্ষীরার শাখা ব্যবস্থাপক জি এম আব্দুল কাদের ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমারসহ ব্যাংকের সকল কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ: এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজে জাতীয় শোক পালিত হয়েছে। এক আলোচনা সভায় সোমবার সকাল ১১ টায় কলেজের বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি ভবনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিস্ট ব্যবসায়ী আবুল হোসেন মো: মোকসুদুর রহমান।
স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখা: স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সোমবার সন্ধ্যায় সংগঠনের জেলা কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রভাষক এম সুশান্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শ্যামনগরে পরিবার পরিকল্পনার অফিস: শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা আয়োজনে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র্যালী ও আলোচনা সভা।
পাইকগাছায় শোক দিবস পালন: পাইকগাছায় জাতীয় শোক দিবসে সকাল ৯টায় বঙ্গবন্ধু, স্বাধীনতা মঞ্চে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ প্রসাশনের পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিহাব উদ্দিন ফিরোজ বুলু, থানার পক্ষ থেকে ওসি জিয়াউর, পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি এফ এম এ রাজ্জাক সহ উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান পূষ্প মাল্য প্রদান করেন। এরপর ১ মিনিট নিরবতা পালন করে, র্যালী পাইকগাছা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর আলোচনা সভা: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর আলোচনা ও দেয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্ট, সোমবার দুপুর ০১টায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডঃ আবুল কালাম আজাদ।
পাইকগাছার গড়ইখালীতে শোক দিবস পালিত: পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছার ঐতিহ্যবাহী গড়ইখালী ইউনিয়ন পরিষদ আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার ম্যুরালে পুস্প মালা অর্পন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।