রুবেল হোসেন: সাতক্ষীরা জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সজিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত-ই-খোদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল কুদ্দুস, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডাঃ পুলক কুমার চক্রবর্তী সহ সকাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেলায় কর্মরত স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্য সচিব ড.মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ” যেসকল রোগীরা চিকিৎসা গ্রহণের নিমিত্তে সরকারী হাসপাতাল সমূহে আসবে তাদের আন্তরিকতার সহিত সঠিক চিকিৎসা সেবা প্রদান করা আমাদের দায়িত্ব। তাই এ ব্যাপারে সাতক্ষীরায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য সংশ্লিষ্ট সকলকে অর্পিত দায়িত্ব পালনে যতœবান হতে হবে।”
হাসপাতালে এসে রোগীরা হয়রানীর স্বীকার না হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করে হাসিমুখে যাতে বাড়ি ফিরতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেন তিনি।