
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।
২৪ শে ডিসেম্বর মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের তালিকা প্রকাশ করা হয়েছে এই প্রজ্ঞাপন জারিতে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনকে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এস এম আতাউল হক দোলন বাল্যকাল থেকে তার পিতা সাবেক সংসদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব একে ফজলুল হক সরদারের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকাণ্ড অনুসরণ করে নিজেকে পিতার মত দায়িত্বশীল নিষ্ঠাবান ও সততার সাথে রাজনৈতিক নেতা হিসেবে নিজের পরিচয় অর্জন করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সকল নেতাকর্মীদের প্রিয় নেতা, ত্যাগী নেতা, পরিচ্ছন্ন নেতা হিসেবে আস্থা অর্জন করেন।
এস এম আতাউল হক দোলন সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার শ্যামনগর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন।