নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সিএসও এইচআরডি কোয়ালিয়শনের উদ্যোগে ইউএনডিপি-এইচআরপির সহযোগিতায় জাতীয় মানবাধিকার কমিশনের এইচআরপি কর্মসূচির অংশ হিসেবে ৭ ডিসেম্বর ২০২২, বুধবার সকাল ১০টায় শহরের কাটিয়া খামারবাড়ি মিলনায়তনে সিএসও এইচআরডি কোয়ালিয়শন, সাতক্ষীরা, ইউএনডিপি ও মানবাধিকার উন্নয়ন সংস্থা স্বদেশ’র যৌথ উদ্যোগে ‘সাতক্ষীরা জেলার মানবাধিকার পরিস্থিতি-২০২২ প্রতিবেদন মূল্যায়ন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্কশপে মানবাধিকার সুরক্ষায় বিচারের দীর্ঘসূতির অবসান, বিচার প্রার্থীর সহযোগিতা, গণমাধ্যম, সুশীল সমাজ, ইলেকট্রনিক্স মিডিয়া, জলবায়ু পরিবর্তজনিত সংকট, নারীর অধিকার উন্নয়ন ও নশ্চিত করা, শিশু অধিকার, লিঙ্গ বৈষম্য দূরিকরণ, প্রতিবন্ধী জনগোষ্ঠির অধিকার, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, প্রশানিকভাবে দূর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষাক্ষেত্রে সকল পর্যায়ের মানুষের অভিগম্যতা নিশ্চিত, জলবায়ু উদ্বাস্তু মানুষের ন্যায্য দাবি আদায়, আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, যৌন সংখ্যালঘু মানুষের মানবাধিকার নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সিএসও কোয়ালিশন, সাতক্ষীরার সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে ‘সাতক্ষীরা জেলার মানবাধিকার পরিস্থিতি-২০২২ প্রতিবেদন মূল্যায়ন’ শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি), সাতক্ষীরার উপ-পরিচালক ড. মো জামাল উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম কুমার চক্রবর্তী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। পাওয়ার পয়েন্টে প্রতিবেদন উপস্থাপন করেন সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান।
মুক্ত আলোচনায় অংশ নেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, মহিলা পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা দত্ত, আইনজীবী নাজমুন নাহার ঝুমুর, উন্নয়নকর্মী আবু জাফর সিদ্দিক, নাজমুল আলম মুন্না, শরিফুল ইসলাম, সাংবাদিক রঘুনাথ খা প্রমুখ।