আব্দুর রহমান: চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড বাদে বাকি আটটি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সাতক্ষীরা জেলায় এবার এইচএসসি পরিক্ষায় ২৩ টি কেন্দ্রে পরিক্ষায় অংশ নিয়েছে ১১ হাজার ১৫ জন শিক্ষার্থী। এরমধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৭৮ জন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। এদিকে সাতক্ষীরা সদর উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ৫টি কেন্দ্রে ৩৫৫৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে ৮৪৭ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৮৩৭ জন ১০ জন অনুপস্থিত। সাতক্ষীরা মহিলা কলেজ কেন্দ্রে ১২৩৮ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ১২২৬ জন ১২ জন অনুপস্থিত। সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে ৪৫০ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৪৪৮ জন ২ জন অনুপস্থিত। সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ কেন্দ্রে ৫৭১ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৫৬৮ জন ৩ জন অনুপস্থিত। ভালূক চাঁদপুর আদর্শ কলেজ কেন্দ্রে ৪৪৯ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৪৪৬ জন ৩ জন অনুপস্থিত।
কলারোয়া উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ৩টি কেন্দ্রে ১২৬৪ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৭ জন শিক্ষার্থী। কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রে ২৭১ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ২৭০ জন ১জন অনুপস্থিত। শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩৪৮ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৩৪৮ জনই। বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে ৬৪৫ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৬৩৯ জন ৬ জন অনুপস্থিত।
তালা উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ৫টি কেন্দ্রে ১২২৭ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ২৩ জন শিক্ষার্থী। এরমধ্যে তালা সরকারি কলেজ কেন্দ্রে ২০২ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ২০২ জনই। কুমিরা মহিলা কলেজ কেন্দ্রে ১৮৮ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ১৮৫ জন ৩জন অনুপস্থিত। শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কেন্দ্রে ৩১৮ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৩১৬ জন ২জন অনুপস্থিত। পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজ কেন্দ্রে ৩৪৮ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৩৪৬ জন ২জন অনুপস্থিত। তালা মহিলা কলেজ কেন্দ্রে ১৭১ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ১৫৫ জন ১৬জন অনুপস্থিত।
আশাশুনি উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ৩টি কেন্দ্রে ১৫৬৭ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১২ জন শিক্ষার্থী। আশাশুনি সরকারি কলেজ কেন্দ্রে ৩১২ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৩১২ জনই।দরগাহপুর এস, কে, আর এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৮৮৮ জন ১১জন অনুপস্থিত। আশাশুনি মহিলা কলেজ কেন্দ্রে ৩৫৬ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৩৫৫ জন ১জন অনুপস্থিত।
কালিগঞ্জ উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ৩টি কেন্দ্রে ১৩২৩ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে কোন অনুপস্থিত ছিলনা। এরমধ্যে কালিগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ২৮৯ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ২৮৯ জনই। রোকেয়া মুনসুর মহিলা কলেজ কেন্দ্রে ৬৪২ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৬৪২ জনই। নলতা আহছানিয়া মিশন রেসিঃ কলেজ কেন্দ্রে ৩৯২ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৩৯২ জনই।
দেবহাটা উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ২টি কেন্দ্রে ৬৪৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ২ জন শিক্ষার্থী। এরমধ্যে সরকারি খানবাহদুর আহছান উল্লাহ কলেজ কেন্দ্রে ২৩০ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ২২৯ জন ১জন অনুপস্থিত। হাজী কেয়ামউদ্দিন মহিলা কলেজ কেন্দ্রে ৪১৮ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৪১৭ জন ১জন অনুপস্থিত।
শ্যামনগর উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ২টি কেন্দ্রে ১৪৩১ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৪ জন শিক্ষার্থী। শ্যামনগর সরকারি মহসিন কলেজ কেন্দ্রে ৭২৭ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৭২৬ জন ১জন অনুপস্থিত। শ্যামনগর আতরজান মহিলা কলেজ কেন্দ্রে ৭০৪ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ৭০১ জন ৩জন অনুপস্থিত। জেলায় মোট ১১ হাজার ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলেন ১০ হাজার ৯শ ৩৭ জন। প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৭৮ জন।