
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে জেলাভিক্তিক বাজেটের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে) বিকাল ৫ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-এলাহী, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, জেলা বাসদের সমন্বয়ক নিত্যনন্দ সরকার, প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গাজী শাহাজাহান সিরাজ, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রহমান, ডা: মো: মুনসুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।
পরিশেষে উপস্থিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন এবং আগামী দিনের জেলাভিক্তিক বাজেটের দাবিতে আন্দোলনে সোচ্চার থাকার আহবান জানান বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী।