অনলাইন ডেস্ক: জুয়ার রেসে অংশ নেয়ার দায়ে এক গাধাকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ। আটক করা হয়েছে আরো ৮ জনকে। তবে ওই ৮ জন অবশ্য গাধা নয়, মানুষ। একইসাথে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার রুপি। জুয়ায় অংশ নেয়ার অপরাধে বাকি ৮ জনের সাথে এফআইআরে গাধার নামটিও আছে!
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ঘটনা প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে। পাঞ্জাবের রহিম ইয়ান খান শহরের পুলিশ জানিয়েছে, গাধাদের রেস করে জুয়া খেলছিল কয়েকজন। ঐ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লক্ষাধিক টাকাও উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গাধাটিকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ বাকিদের সঙ্গে গাধাটির নামও এফআইআর এ ছিল। তাই গাধাটিকে আপাতত থানার বাইরে বেঁধে রাখা হয়েছে। ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক নাইলা ইনায়ত। সূত্র- হিন্দুস্তান টাইমস।