
জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। সাতক্ষীরা সদর ১ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরা সদর শিবপুর ইউনিয়নের তিন নম্বর ওয়াডখানপুর মাদরাসা জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাগরিবের নামাজের পর খানপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকবৃন্দ এবং সাধারণ জনগণ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা শেষে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, “জুলাই অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। যারা এই ঘটনার শিকার হয়ে শহীদ হয়েছেন, আমরা তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
দোয়া মাহফিলে দেশের স্থিতিশীলতা, জাতীয় ঐক্য, শান্তি ও প্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। একইসঙ্গে নেতৃবৃন্দ সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধভাবে সামনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান