নিজস্ব প্রতিবেদক:
প্রায় ২ হাজার মুসুল্লীর পবিত্র জুমআ নামাজ আদায়ের মধ্য দিয়ে কাশেমপুর কওমি মাদ্রাসা মাদানী মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ মার্চ) সাতক্ষীরার কাশেমপুর কওমি মাদ্রাসা মাদানী মসজিদে পবিত্র জুমআ নামাজ আদায় করার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য একসাথে প্রায় ২ হাজার ধর্মীয় মুসুল্লীর নামাজ আদায় করার ধারণ ক্ষমতা সম্পন্ন এমসজিদটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কাশেমপুর কওমি মাদ্রাসা মাদানী মসজিদের সভাপতি আলহাজ¦ মাওলানা মো. সিদ্দিকুর ইসলাম এর সভাপতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক জেলা পরিষদের সদস্য আলহাজ¦ মো. আল ফেরদাউস আলফাসহ ধর্মপ্রাণ মুসুল্লী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ৩৬ বছর ধরে এই দীন প্রতিষ্ঠান চলমান রয়েছে। প্রাথমিক পর্যায়ে ১ বছর ১ মাস মসজিদটির কাজ শুরু করা হয়েছে। ৫০ লক্ষ টাকা ব্যয়ে মসজিদের কাজ চলমান রয়েছে। ১ কোটি টাকা ব্যয়ে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জেলা পরিষদের সদস্য আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা ধর্মপ্রাণ মুসুল্লী এবং দ্বীনি ভাইদের কাছে মসজিদের কাজে সহযোগিতা এবং দানের হাত বাড়িয়ে দেওয়ার নিবেদন জানিয়েছেন এবং সেই সাথে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান।
জুমার নামাজের ইমামতি করেন হাফেজ মুস্তাফিজুর রহমান, বয়ান করেন মুফতি হাফিজুল ইসলাম ও মুফতি ওসমান গনি। এসময় বিশেষ ভাবে মুসলিম উম্মাহর জন্য ও আলহাজ্ব মো. নজরুল ইসলামের সহধর্মিনীর আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা মো. সিদ্দিকুর ইসলাম। পবিত্র জুমআ নামাজ ও দোয়া শেষে উপস্থিত সকল মুসুল্লীদের জন্য মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।