প্রেস বিজ্ঞপ্তি: খুলনা মহানগরীর রাস্তাঘাটে এবং জরসমাগম এলাকায় করোনা ভাইরাসমুক্ত জীবাণুনাশক স্প্রে করছে জনউদ্যোগ,খুলনার স্বেচ্ছাসেবকরা। আজ রবিবার বেরা ১১টায় শহীদ মিলন চত্বরে আইইডি’র সহযোগিতায় জনউদ্যোগ, খুলনার আয়োজনে করোনা ভাইরাসমুক্ত জীবাণুনাশক স্প্রে ছিটানোর সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ সূচনা হয়েছে।
কর্মসূচি উদ্বোধন করেন বিএম এ’র সভাপতি ডা: বাহারুল আলম। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাড: শামীমা সুলতানা শীলু। অন্যনান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক এ্যাড: আ ফ ম মহসীন, নূরুন নাহার হীরা, এ্যাড: আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা , সঞ্জয় মল্লিক, রিপন বিশ্বাস , অনিমেশ চক্রবর্ত্তী, মো: বাদশা , শেখ জুয়েল, অভিজিৎ সাহা প্রমুখ। সভা পরিচালনা করেন জনউদ্যোগ,খুলনা সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।
সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত হতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অযাথা ঘরের বাইরের থাকা যাবে না। সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ দেখলে ডাক্তারের পরামশ নিতে হবে। করোনা এমন কোন ভয় পাওয়ার রোগ নয়। করোনাকে জয় করার মত শক্তি আমাদের আছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে পারলে করোনা ভাইরাসের যে চেইন আছে তা ভেঙ্গে ফেলা যাবে।