পাইকগাছা প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা -৬ (কয়রা -পাইকগাছা)'র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, পথসভা ও কর্মী সম্মেলনের সফল করার মাধ্যমে কয়রা-পাইকগাছাবাসী আবারোও প্রমাণ করবে ইসলাম এবং ইসলামী আন্দোলনের জন্য এ অঞ্চল সর্বদা উর্বর ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। কোন প্রকার জুলুম নির্যাতন করে এ অঞ্চলের মানুষকে ইসলাম এবং ইসলামী আন্দোলন থেকে দূরে রাখা যাবে না, ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের কাছে নতুন স্বাধীনতার সুফল পৌঁছে দিতে চাই। তিনি বলেন ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও দেশের মানুষ স্বাধীন দেশে পরাধীন ছিল। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত ১৫ বছর দেশের মানুষ কে জিম্মি করে রেখেছিল। এ সময়ে সীমাহীন দুর্নীতি ও মানুষ চরমভাবে নির্যাতিত হয়েছে। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দেশের মানুষ নতুন করে স্বাধীন পেয়েছে । মাওলানা আবুল কালাম আজাদ বলেন গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাখো লাখো নেতাকর্মী দেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। রাত জেগে মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। এ কারণে বাংলাদেশ সহ বহির্বিশ্বে জামায়াতে ইসলামী প্রশংসিত হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া, জাতীয় ঐক্য গড়ে তোলা এবং জাতীয় নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান ২৬ ডিসেম্বর পাইকগাছা কয়রা সফর করবেন। তিনি সকাল ৮টায় গদাইপুর ফুটবল মাঠে আয়োজিত পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে ইতোমধ্যে মাসব্যাপী প্রচার প্রচারণা সহ ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি বাড়িতে সমাবেশের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। এদিন কোন পুরুষ বাড়িতে থাকবে না এবং পথ সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছি। তিনি মঙ্গলবার দুপুরে সমাবেশ সফল করার লক্ষ্যে আল আমিন ট্রাস্টস্থ দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা জামায়াত আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাও. গোলাম সারোয়ার, জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাউসুল আজম হাদী, জেলা কর্ম পরিষদ সদস্য ও ইউনিট সদস্য মাও. আমিনুল ইসলাম, মোঃ নুরুজ্জামান ও অ্যাড. লিয়াকত আলী,জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ময়নুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, অ্যাড. লিয়াকত আলী, মাওলানা বুলবুল আহমেদ, মো. নুরুজ্জামান মল্লিক, আব্দুল খালেক, মাওলানা আব্দুল হান্নান, আতাউর রহমান, পৌর নায়েবে আমীর সম আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু জার গিফারী।