
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি নিয়ে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের যুক্ত বিবৃতির বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান। ১৫ মার্চ ২০২২ তারিখের একপত্রে তিনি জানান, গত ২৭/০২/২২ তারিখ স্বাক্ষরিত জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের একটি মিথ্যা ও বিভ্রান্তি মূলক যুক্ত বিবৃতি গত ১৪.৩.২২ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে। যার আমার দৃষ্টি গোচরীভুত হয়েছে। গত ৩০.০১.২২২ তারিখে ধানমন্ডিটির নাম্বরস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের যুক্ত বিবৃতির পর সংগঠনের পক্ষ থেকে আর কোন যুক্ত বিবৃতি প্রদান করা হয়নি। ২৭.২.২২ তারিখে বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত। বিষয়টি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। বিধায় ১৪/৩/২২ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত ভ‚য়া বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ জানানো হলো। তিনি আরো উল্লেখ করেছে ২৭.২.২২ তারিখে কোন সভা অনুষ্ঠিত হয়নি এবং ধানমন্ডিস্থ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ নামে কোন জায়গা নেই।