
প্রেস বিজ্ঞপ্তি: স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও সাতক্ষীরা পৌর শাখার যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বেলা ১২টায় শহরের সেবা চিকিৎসালয় কেন্দ্রে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার আলমগীর হোসেন। জেলা সভাপতি মাহবুবুর রহমানের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক অপূর্ব মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ সরকার, পৌর সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, উপজেলা কমিটির সদস্য রিপন ঢালী, আবু বক্কার, জিন্নাত আমান, শাহজাহান আলী, আবুল বাশার, উত্তম কুমার পাল, আলিপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অহিদুজ্জামান, বৈকারী ইউনিয়ন শাখার সভাপতি আবু রায়হান প্রমুখ । অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা ও খাবার বিতরণ করা হয়।