
ফিরোজ হোসেন ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ভবনে এড.শহিদ উল্লাহ’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি ছিলেন এড. অহিদুজ্জামান দিপু, এড. রফিকুল ইসলাম মন্টু, এড. আব্দুস সালাম খান, এড. মোঃ মিজানুর রহমান, এড. আনিসুর রহমান খান, এড. নাসিরউদ্দীন সম্রাট, এড. গোলাম মাওলা, এড. এ.বি.এম সেলিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি মানে স্বাধীন সার্বভৌম রক্ষা, বেগম খালেদা জিয়ার মুক্তি মানে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা। আলোচনা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার ভোট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২জন এড. শেখ আব্দুস সাত্তার, এড. আবুল হোসেন-২, সাধারণ সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩জন এড. আশরাফুল আলম, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২জন এড. মোস্তফা জামান, এড. আলমগীর আশরাফ, সাংগঠনিক সম্পাদক ২জন এড. আকবর আলী, এড. অসীম কুমার মন্ডল। মোট ভোটার ১৫৭ জনের মধ্যে ভোট প্রদান করেন ১৪০টি। সভাপতি নির্বাচিত হন ৭৫ ভোট পেয়ে এড. আব্দুস সাত্তার। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল হোসেন ৫৬ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এড. আব্দুল মুজিদ, সাধারণ সম্পাদ পদে ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন এড. আশরাফুল আলম, প্রতিদ্বন্দ্বি প্রার্থী এড. তোজাম্মেল হোসেন তোজাম ৪২ ভোট, নুরুল আমিন ৩৪ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন এড. মোস্তফা জামান, প্রতিদ্বন্দ্বি প্রাথী আলমগীর আশরাফ ৫৬ ভোট, সাংগঠনিক ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন এড. আকবর আলী, প্রতিদ্বন্দ্বি প্রাথী অসীম কুমার মন্ডল ২৫ ভোট। ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার কায়সার কামাল, এড.শহিদ উল্লাহ, এড. আক্তারুজ্জামান, এড. লুৎফুন্নেছা।