সাতনদী অনলাইন ডেস্ক: সাতক্ষীরায় চারটি আসন থেকে মোট ছয় জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩৬ বৈধ প্রার্থীর মধ্যে রইলো ৩০ জন। রোববার (১৭ ডিসেম্বর)বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়ন প্রত্যাহার করেন প্রার্থীরা।
মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে জাকের পার্টির খোরশেদ আলম, জাসদের ওবায়দুস সুলতান বাবলু, সাতক্ষীরা-২ আসনে আ.লীগ প্রার্থী আসাদুজ্জামান বাবু,জাকের পার্টির ইফতেকার আল মামুন,ওয়ার্কাস পার্টির তৌহিদুর রহমান, সাতক্ষীরা-৪ আসনে আ.লীগের স্বতন্ত্র মাহমুদা খানম।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ গ্রহণমূলক হচ্ছে না বলে আমার মনে হচ্ছে।সব জায়গায় আসন ভাগাভাগি হচ্ছে।মানুষ ভোটের অধিকার ফিরে পাচ্ছে না।ভোটের কোন উৎসব নেই।মনোনয়ন প্রত্যাহার শেষে এসব কথা বলেন সাতক্ষীরা-২ আসনের জাকের পার্টি প্রার্থী ইফতেকার আল মামুন।
তিনি বলেন,জাকের পার্টি একটি আদর্শিক দল।যেখানে আসন ভাগাভাগি হয় সেখানে জাকের পার্টি নির্বাচনে আসতে পারে না। কেন্দ্রের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেছি।
এছাড়া সাতক্ষীরা-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাকের পার্টির খোরশেদ আলম। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু।তিনি বলেন,দলের কেন্দ্রের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেছি। আসনটিতে ১৪ দলের মনোনীত প্রার্থী থাকায় জোটগত কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাতক্ষীরা সদর-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছে আওয়ামী লীগের প্রার্থী মো.আসাদুজ্জামান বাবু। তিনি বলেন,নেত্রীর সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছি।জোটগতভাবে দলীয় প্রধান শেখ হাসিনা যাকে দিয়েছে তার হয়ে কাজ করবো।এতে আমার কোন ক্ষোভ নেই।ওয়ার্কাস পার্টির প্রার্থী তৌহিদুর রহমান। তিনি বলেন,১৪ দলের জোটগত সিদ্ধান্তের কারণে মনোনয়ন প্রত্যাহার করেছি।আসনটিতে জোটগতভাবে যিনি মনোনয়ন পাবেন আমরা তার সমর্থনে কাজ করবো। সাতক্ষীরা-৪ আসন থেকে প্রত্যাহার করেছেন আ.লীগের স্বতন্ত্র প্রার্থী মাসুদা খানম।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন,জেলার চারটি আসনে ছয়জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।এর মধ্যে সাতক্ষীরা সদর ২ আসনে আ.লীগ প্রার্থী মো.আসাদুজ্জামান বাবু রয়েছেন।মনোনয়ন প্রত্যাহারের পরে জেলায় বৈধ ৩০ প্রার্থী রইলো।
তবে,সাতক্ষীরা সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী মো.আসাদুজ্জামান বাবু মনোনয়ন প্রত্যাহার করায় ভোটের আমেজ নষ্ট হয়েছে বলে মনে করেন সাধারণ ভোটাররা।