আবু হাসান, কেশবপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের হলরুমে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেপাল চন্দ্র হোড়ের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলোক চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব। সভায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় ৭ নং ওয়ার্ডে সলেমান ফকিরকে আহবায়ক ও মোসলেম ফকিরকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং ৮নং ওয়ার্ডে এস এম শফিকুল ইসলাম শফিককে আহবায়ক ও এসএম হাফিজুর রহমান হাফিজকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। উল্লেখ্য, ২০ শে আগষ্ট ৭ নং ওয়ার্ডের অনুষ্ঠান ইন্দ্রমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ৩ টায় এবং ৮ নং ওয়ার্ডের অনুষ্ঠান দূপুর ২ টায় গৌরীঘোনা বাজারে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে গৌরীঘোনায় প্রস্তুতি সভা
পূর্ববর্তী পোস্ট