
আব্দুর রহমান, সাতক্ষীরা: “ভিটামিন “এ” খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” প্রতিপাদ্যকে সামনে রেখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার বিকালে সাড়ে ৩টায় অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার। ক্যাম্পেইন সম্পর্কে প্রেজেন্টশন করেন ডা. মুক্তাদির তামিম। এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোজাফফর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, শেখ ফরিদ আহমেদ ময়না, এম ঈদুজ্জামান ইদ্রিস, শরীফুল্লাহ কায়সার সুমন, জাহাঙ্গীর কবীর, আব্দুল জলিল, আবুল কালাম, খন্দকার আনিছুর রহমান, মেহেদীআলী সুজয়, এম বেলাল হোসাইন, আব্দুর রহমান, আসাদুজ্জামান মধু, মাসুদ আলীসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে জানান, আগামী ১৩ জুন থেকে ১৮ জুন’র মধ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ক্যাম্পেইনটি একদিন চলবে। সাতক্ষীরার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮৮২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩৮ হাজার ১৯২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী।