নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাতীয় কৃর্মি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহযোগিতায় ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃর্মি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। এসময় তিনি বলেন, ‘৮ অক্টোবর থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডারগার্টেন ও মাদ্রাসা পর্যায়ের ৫ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রায় ৩৩ হাজার কৃর্মি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এ ব্যাপারে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নূর জাহান নুরী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পৌরসভার টিকাদান সুপারভাইজার মো. ইবাদুল ইসলাম।