নিজস্ব প্রতিবেদক: ‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে রোববার (৮ অক্টোবর) সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ায় স্থানীয় কন্যা শিশুদের নিয়ে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট’র আয়োজনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ব্র্যাক ইউডিপির আঞ্চলিক সমন্বয়কারী ওয়াসিম আকরামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ইউডিপির ফিল্ড কো অর্ডিনেটর ইউসুফ আলী। এসময় বক্তারা কন্যা শিশুর প্রতি বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকা, কন্যা শিশুর শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা, চিকিৎসা, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষন ও আইন সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি নির্মূলকরণ কমিটি গঠন ও কার্যকর করার দাবী জানান। বাল্য বিবাহ প্রতিরোধে প্রয়োজনে জাতীয় হেল্প লাইন ১০৯ এ ফোন করে সহযোগিতা চাওয়ার জন্য অবহিত করেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ইউডিপির প্রোগ্রাম অর্গানাইজার আকাশ মন্ডল, ওয়াসিম ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র্যালি ইটাগাছা পুর্বপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক ইউডিপির প্রোগ্রাম অর্গানাইজার রাশিদুল হাসান।