
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে মাছখোলা গ্রামের মন্টু রহমানের ছেলে মাসুদ রানা (১৭) জাতিসংঘ শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি উপলক্ষে জেনেভা সম্মেলনে বাংলাদেশের একমাত্র শিশু প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করছে। সে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে ২০১৪ সালে ইউনিয়ন শিশু ফোরামে যুক্ত হয়। শিশু অধিকার বাস্তবায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর যৌন হয়রানি বন্ধে প্রচারণা, এলাকায় শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে শিশু কেন্দ্রিক সমস্যাগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমাধানে ভূমিকা রাখা এবং শিশুদের নিরাপত্তা ও অধিকার বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিশু অধিকার বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট তার মতামত তুলে ধরেছে। সে আগামী ১৬ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য জেনেভায় জাতিসংঘের শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনে বাংলাদেশের শিশুদের বিভিন্ন চিত্র ও মতামত তুলে ধরবে। মূলত শিশু অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অবস্থা ও আগামীতে করণীয় বিষয়ে শিশু প্রতিনিধি হিসেবে মতামত প্রদান করবে।
উল্লেখ্য, সে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে জি.পি.এ ৪.৫৬ পেয়ে বর্তমানে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে বাংলাদেশের একমাত্র শিশু প্রতিনিধি হিসেবে জেনেভায় জাতিসংঘের শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় সে সকলের কাছে দোয়া কামনা করেছেন।