সংবাদদাতা: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ‘গেøাবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মস‚চির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জলবায়ু ধর্মঘট পালন করেছে সাতক্ষীরার শ্যামনগরের তরুণরা। শুক্রবার (৫ নভেম্বর) সকালে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের খোলপেটুয়া নদীর পাড়ে তরুণরা উপকূলবাসীর দাবি সংবলিত প্লাকার্ড নিয়ে ¯েøাগান দিতে থাকেন।
পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, প্রতীকী যুব সংসদ ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাবের আয়োজনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সাতক্ষীরা ইউনিটের সহ-সমন্বয়ক জান্নাতুল নাঈম ও রাইসুল ইসলামের নেতৃত্বে এই ধর্মঘট পালিত হয়। এতে বক্তারা গøাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নত দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি জোর দাবি জানান।
তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যুতের সংখ্যা বাড়ছে এবং মানচিত্র থেকে স্থান হারিয়ে যাচ্ছে। এই সম্মেলন উপক‚লের মানুষদের আশা জাগানোর সম্মেলন। সবাই তাকিয়ে আছে, জলবায়ু তহবিলের টাকা দিয়ে তৈরি হবে বেড়িবাঁধ, নিরাপদে বসবাস করবে উপক‚লের মানুষ।