প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সাথে জলবায়ূ পরিবর্তন জনিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল ১০টায় বিনেরপোতা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় তালা ও সদর উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও যুব সদস্যদের নিয়ে জলবায়ূ পরিবর্তন বিষয়ে ওরিয়ন্টেশনে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান। উক্ত ওরিয়েন্টেশনের উদ্দেশ্য, স্বাগত বক্তব্য ও মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সুশীলন’র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান ও মৃনাল কুমার সরকার। এশিয়া মহাদেশের বদ্বীপ খ্যাত দেশ বাংলাদেশ যার ৬৪টি জেলার মধ্যে ২১টি উপকূলীয় জেলা যার মধ্যে সাতক্ষীরা একটি অন্যতম। প্রতিনিয়ত মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুযোগের ফলে এলাকার মানুষ জীবন ও জীবিকায়ন অতি ভঙ্গুর ও নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিগত সময়ে সিডর, আইলা, ফেনী, আম্ফান ও যশ মানুষের জীবন ও জীবিকায়নকে অতি ভঙ্গুর অবস্থার তৈরী করেছে। এই ভঙ্গুর অবস্থার সাথে খাপ খাইয়ে চলার মত সক্ষমতা বা দক্ষতা এখনো মানুষের মাঝে তৈরী হয়নি। তাছাড়া এই এলাকার অতি দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের সক্ষমতা ও দক্ষতা আরো বেশি কম। এজন্য এলাকার অতি দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া যুব সম্প্রদায়ের মানুষদের সক্ষমতা ও দক্ষতা তৈরী করা একান্ত প্রয়োজন। ওরিয়েন্টেশনে আলোচনার বিষয়সমূহ: আবহাওয়া ও জলবায়ুর উপাদানসমুহ, জলবায়ূ পরিবর্তনের প্রেক্ষাপট ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা। জলবায়ু পরিবর্তনের কারণসমুহ ও সেক্টর ভিত্তিক প্রভাবসমুহ নিয়ে আলোচনা, জলবায়ু পরিবর্তন, প্রশমন ও অভিযোজন বিষয়ক সেক্টর ভিত্তিক আলোচনা, জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন সেক্টর ভিত্তিক এ্যাক্টরদের ভূমিকা বিষয়ক আলোচনা। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক আলোচনা, জলবায়ু পরিবর্তনে করণীয় ও আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা জলবায়ু পরিবর্তনের কারণসমুহ, জলবায়ু পরির্বতন ও এর ক্ষতিকর প্রভাবসমুহ, সুপেয় পানির সংকট , স্বাস্থ্য ক্ষেত্রে প্রতিক্রিয়া, খাদ্য অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তনে করণীয়সমুহ, আমরা কি করতে পারি? শক্তির অপচয় রোধ, নবায়ণযোগ্য শক্তির ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার কমানো, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন ইত্যাদী বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওরিয়েন্টেশনের উদ্দেশ্য ছিল জলবায়ূ পরিবর্তন সম্পর্কে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করা, সপ্তাহে একদিন ক্লাসে জলবায়ূ পরিবর্তন সম্পর্কে পাঠ দান করা, বাংলাদেশ জলবায়ূ পরিবর্তন এবং জাতীয় মুজিব জলবায়ূ পরিবর্তন সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে তরূণদের উদ্বুদ্ধ করা।
জলবায়ূ পরিবর্তন জনিত কর্মশালা
পূর্ববর্তী পোস্ট