প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব নেতৃত্বাধীন জলবায়ূ কর্মপ্রক্রিয়া (অভিযোজন, টেকসই খরচ ও শক্তির পরিবর্তন) বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব- নেতৃত্বাধীন জলবায়ূ কর্মপ্রক্রিয়া (অভিযোজন, টেকসই খরচ ও শক্তির পরিবর্তন) বিষয়ে ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২ দিন চলবে। প্রশিক্ষণের উদ্দেশ্য , জলবায়ূ পরিবর্তনের প্রভাব ও ক্ষতিকর দিকসমুহ, আবহাওয়া ও জলবায়ূ পরিবর্তনের কারনগুলো, তরুন বা যুব জনগোষ্ঠির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজনের প্রভাব, পরিবেশ বান্ধব উৎপাদন বলতে কি বোঝায়? প্রশমন কাকে বলে এর প্রভাব, পরিমিত ভোগ ব্যবহারের গুরুত্ব ও তরূনদের ভুমিকা, পরিমিত ভোগ ব্যবহারে সচেতনতা সৃষ্টি, জলবায়ূ পরিবর্তনের প্রভাব কমাতে যুবরা কি ভুমিকা পালন করতে পারে ? জলবায়ূ পরিবর্তনের প্রধান কারণ কি? বাংলাদেশ জলবায়ূ পরিবর্তন এবং মুজিব জলবায়ূ সমৃদ্ধি পরিবর্তন পরিকল্পনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ থেকে ২৫ জন তরূণ-তরূণী জলবায়ূ কর্ম (অভিযোজন, টেকসহ ব্যবহার ও শক্তির পরিবর্তন) সম্পর্কে জ্ঞান সংগ্রহ করবে, এলাকা ভিত্তিক ৩/৪ টি কর্ম পরিকল্পনা তৈরী ও বাস্তবায়ন করবে। এছাড়া ও বাংলাদেশ জলবায়ূ পরিবর্তন এবং মুজিব জলবায়ূ পরিবর্তন সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে ভুমিকা রাখবে। ২দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুব-নেতৃত্বাধীন জলবায়ূ কর্মপ্রক্রিয়া (অভিযোজন, টেকসই খরচ ও শক্তির পরিবর্তন) বিষয়ে উদ্যোগ গ্রহন করবে। প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন সাইমন বিশ^াস, আব্দুর রহমান ও রোজিনা খাতুন। প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন হৃদয় মন্ডল । উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর, একশনএইড বাংলাদেশর কেয়া অধিকারী, ফাইনান্স অফিসার, চন্দন কুমার বৈদ্য, বৈশাখী সুলতানা প্রমুখ।