নিজস্ব প্রতিবেদক ঃ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় “জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি বিভাগসমূহের (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ) সাথে এ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা”। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় বাস্তবায়িত ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-II) প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ইএসডিও’র প্রোগ্রাম ম্যানেজার মো. শামসুল হক মৃধা। এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর উপ পরিচালক মো. সাইফুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ. এম. মান্নান কবির এবং জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ কৃষ্ণা রানী মণ্ডল, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মো. জামাল উদ্দিন, কৃষি প্রকৌশলী মো. হারুন-অর-রশিদসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। তারা মাঠপর্যায়ে নারী কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার, পূর্বাভাস তথ্যের সহজলভ্যতা ও স্থানীয় বাজারব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR) ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (CCA) কার্যক্রমে ইএসডিও ও মুসলিম এইড বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণ করেছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। সভায় প্রকল্পের উপকারভোগীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, ইএসডিও ও মুসলিম এইডের সহায়তায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে টেকসই পদ্ধতি গ্রহণের ফলে দুর্যোগকালীন সময়েও তারা জীবিকা টিকিয়ে রাখতে পারছেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আন্তঃবিভাগীয় সমন্বয় আরও জোরদার করার আশ্বাস দেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কমিয়ে কৃষি ও গ্রামীণ অর্থনীতি আরও টেকসই করতে সহায়তা করবে।সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীসহ প্রায় ৫০ জন অংশ নেন।