
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের এশার আলী এখন ডিবির জালে। শনিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি। এ এস আই রশিদসহ পুলিশের একটি দল এশার আলীকে তুলে আনে বলে অভিযোগ।
এশার আলীর পিতা আব্দুল গফুর জানায়, তার ছেলেকে গেপ্তার করে আনা হয় শনিবার রাতে। ডিবির এ এস আই রশিদ গ্রেপ্তার অভিযানে ছিল। তাকে অনেকে চিনতে পারে। রমজাননগর ইউনিয়নের ট্যাংরাখালি গ্রামের এশার আলী পেশায় মৎস্য ব্যবসায়ী। সুন্দরবনের গহীন থেকে সাদা মাছ কিনে বরফ দিয়ে তা লোকালয়ে এনে কেনাবেচা করে। তার বিরুদ্ধে জলদস্যুদের সহযোগিতার অভিযোগ আছে। এদিকে, এশার আলীকে ছুটাতে সাবেক এক মেম্বর তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহন করেছে।
এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর মহিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মোবাইলে পাওয়া যায়নি। ম্যাসেজ লিখেও তার নাগাল পাওয়া যায়নি। সবশেষে শ্যামনগর থানার অফিসার ইনচার্জকেও মতামত নেয়ার জন্য ফোন করা হলে তাকেও পাওয়া যায়নি।