আন্তর্জাতিক ডেস্ক:
জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর বড় কন্যা ইমানের বিয়ের আসর আজ। আর সেই আসর সরাসরি দেখানো হবে জর্ডান টিভিতে।
জীবনসঙ্গী হিসেবে জামিল আলেক্সান্ডার থেরমিউতিস নামের এক ধনকুবেরকে পছন্দ করেছেন মধ্যপ্রাচ্যের এই রাজকন্যা।
জামিল আলেক্সান্ডার অবশ্য রাজ পরিবারের সদস্য নন। এমনকি তিনি অনারব। ১৯৯৪ সালে তার জন্ম। জামিল লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাতে গ্রিক বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান। লেখাপড়া করেছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই করছেন ব্যবসা।
আল আরাবিয়ার খবর বলছে, জর্ডানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সম্প্রচার করা হবে রাজকন্যার বিয়ের অনুষ্ঠান।
২০২২ সালের জুলাই মাসে হয়েছিল জর্ডান রাজকন্যার বাগদান।
গত সপ্তাহে রাজকন্যা ইমানের মেহেদি অনুষ্ঠান হয়। ওইদিন সাদা পোশাক হাজির ছিলেন তিনি।