
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে সাতক্ষীরা শহর জমঈয়তে আহলে হাদীস জামে মসজিদে ঈদুল আজহা পরবর্তী জমঈয়ত ও মসজিদ কমিটির যৌথ এক মিটিং এ প্রতাপনগর ইউনিয়নের বানভাসি মুসলিম ভাইদের ত্রাণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিগত ২০২০ সালের ন্যায় এ বছরও ঐ এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। মসজিদের পক্ষ হতে ২৫হাজার ও অন্যান্য সদস্যবৃন্দ আরও ১৬ হাজার টাকা ঐ এলাকার প্রতিনিধি ইঞ্জিঃ জোবায়ের হোসেন এর হাতে চেক ও নগদ টাকা তুলে দেয়া হয়। অদ্য ২৭/০৭/২০২১ইং তারিখে এলাকার বাছাইকৃত সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, সাতক্ষীরা জেলার সভাপতি হাফেজ মাওঃ আসাদুল্লাহ আল গালিবও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বিন আবুল বাশার। কেন্দ্রীয় শুব্বানের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আঃ ওয়াদুদ। স্থানীয় প্রতিনিধি ইঞ্জিঃ জোবায়ের হোসেন। এছড়াও সদস্য অধ্যাপক হাবিবুল্লাহ, এসএম এনামুল হক, অধ্যাপক আবুল কাসেম প্রমুখ সদস্যবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি এ.এস.এম ওবায়দুল্লাহ গযন্ফর দায়িত্ব পালন করেন।