বিশেষ প্রতিবেদক :
কালীগঞ্জ -সাতক্ষীরা মহাসড়কে চলাচল করতে মানুষ কে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। ফলে প্রাণহানি সহ চিরতরে পঙ্গুত্ব বরন করতে হয়েছে অনেককে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন নীরব। সরেজমিন পরিদর্শন এবং ভুক্তভোগীদের সাথে আলাপ করে জানা যায়, কালীগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কে প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াত। পরিবহন, বাস, মিনিবাস, ট্রাক, মহেন্দ্র, ইজিবাইক, ভ্যান, মটর সাইকেল, মালবাহী ভ্যান, ইঞ্জিন ভ্যান সহ অগনিত মানুষের চলাচল এই সড়কে।
কিন্ত দুঃখের বিষয় এই জনগুরুত্বপূর্ণ সড়কটিতে ছোট বড় গর্ত সহ বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে।ফলে সড়ক দূর্ঘটনা,ভোগান্তি নিত্ত নৈমিত্তিক ব্যাপার।রাস্তায় যাতায়াতে এতটাই ধাক্কা সামলাতে হয়,রাস্তায় চলাচলকারী অনেক গর্ভবতীনারীও হাসপাতালে পৌছানোর আগে সন্তানপ্রসব করে ফেলেছেন।
জেলা সদর, বিভাগ,রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার একমাত্র সড়ক হওয়ায় লাখ লাখ মানুষ অনন্যোপায় হয়ে চলতে গিয়ে বিপদে পতিত হচ্ছে। জনদূর্ভোগ লাঘবে, অনতিবিলম্বে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ কালীগঞ্জ -সাতক্ষীরা মহাসড়ক সংস্কার করে লাখ লাখ মানুষ কে বিড়ম্বনার হাত থেকে মুক্তি দিবেন,ভুক্তভোগী সহ সচেতন মহলের এটাই প্রানের দাবী।