আশাশুনি সংবাদদাতা: জনতা ব্যাংক উজিরপুর শাখাকে অন্যত্র স্থানান্তর বন্দের দাবীতে উজিরপুর বাজার ও মৎস্য সেটসহ পার্শ্ববর্তী এলাকার শত শত ব্যবসায়ী মানববন্ধন করেছেন। রবিবার দুপুরে ব্যাংকের সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী, জন প্রতিনিধি, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে মাননববন্ধনে সভাপতিত্ব করেন, চাঁদখালী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম গাইন। মানববন্ধনের শেষ পর্যায়ে ব্যাংকের ম্যানেজার মোঃ কামরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুর রহমান, জামায়াতের উপজেলা সহ সেক্রেটারী আবু ইসলাম মোড়ল, প্রভাষক আঃ রহমান মোড়ল, শিক্ষক আঃ মান্নান, ইউপি সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, বাজার কমিটির সাবেক সেক্রেটারী ও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সিদ্দিক গাজী, মেম্বার ইব্রাহিম খলিল, মেম্বার আবুল কালাম আজাদ, মেম্বার অমল সরকার, মেম্বর আঃ সাত্তার মোড়ল, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। বক্তাগণ বলেন, ৪৪ বছর আগে আমাদের আন্তরিক সহযোগিতায় ব্যাংকটি চালুর পর থেকে সুন্দর অবস্থানে পৌছেছে। উজিরপুর একটি প্রসিদ্ধ বাজার, মৎস্য সেটে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে। এটি সেফ জোনে অবস্থিত, বহু প্রতিষ্ঠান ও সকল মানুষের সহযোগিতায় ব্যাংকটি শান্তিপূর্ণ ভাবে ও নিরাপত্তার সাথে চলে এসেছে। ব্যাংকটিকে স্থানান্তরের চক্রান্তের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, কোন ভাবেই আমরা চক্রান্ত সফল করতে দেবনা। যত শীঘ্রই সম্ভব নতুন রুচি সম্মত বিল্ডিং নির্মান করে দেব। এরপরও স্থানান্তরের ষড়যন্ত্র করা হলে কঠোর প্রতিরোধের কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন। মানববন্ধনে ব্যাংকের শাখা ব্যবস্থাপক কারুজ্জামান উপস্থিত হয়ে ঘোষণা করেন, অন্যত্র যাওয়ার চেষ্টা করতে আমরা বাধ্য হয়েছিলাম। আমরা যেমন আপনাদের দারা অসম্মানিত হয়নি, আমরাও আপনাদেরকে অসম্মানিত করিনি। আজকে বুঝলাম আপনারা ব্যাংকটিকে কতটা ভাল বাসেন। আমি ইতিমধ্যে নতুন স্থানে কাজ বন্ধ করতে জানিয়ে দিয়েছি। ডিজিএম মহোদয়কে আপনাদের কথা জানিয়েছি। এখানে চুক্তি নবায়ন করা হয়েছে। নতুন গ্রাহক ও লেনদেন বৃদ্ধিসহ আপনাদের সহযোগিতা আরও বৃদ্ধি করা হলে আমরা আপনাদের পাশে থাকতে পারবো আশা করি। ম্যানেজারের আশ্বাসে আশ্বস্থ হয়ে উপস্থিত জনতা হাততালি ও শ্লোগান দিয়ে স্বাগত জানান।