পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় এমপি রবির নেতৃত্বে সাতক্ষীরায় তৃণম‚ল আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণ
আহাদুর রহমান জনি: দক্ষিণাঞ্চলের বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল এমপি দক্ষিণবঙ্গের আওয়ামী লীগের প্রাণ। এই উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে তিনি সার্বক্ষনিক আমার সাথে যোগাযোগ করেছেন। পদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে যোগদান করায় সাতক্ষীরা আওয়ামী লীগের তৃণম‚ল নেতাকর্মী ও জনসাধারণকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। সাতনদীর সাথে একান্ত সাক্ষাৎকারে কথাগুলো বলছিলেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
সাতনদীর সাথে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই অনুষ্ঠান সফল করতে তৃণম‚লে যে আহবান জানিয়েছিলাম তাতে সবাই সাড়া দিয়েছে। জীবনবাজি রেখে তারা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। গন্তব্যস্থল থেকে পদ্মাসেতু প্রাঙ্গনে পৌছুতে নেতা কর্মীরা ১০ থেকে ১২ কিলোমিটার পায়ে হেটে অনুষ্ঠানে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক বাস ও অর্ধশত মাইক্রোবাস যোগে হাজার হাজার তৃণম‚ল নেতাকর্মীদের সাথে নিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন সাতক্ষীরা সদর আসনের মীর মোস্তাক আহমেদ রবি। নেতকর্মীদের নিয়ে তিনি ২৪ জুন দিবাগত রাত ১২টার সময় সাতক্ষীরা থেকে পদ্মাপাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে ভোরা ৪টা ৩০মিনিটে পৌছান। বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সার্বিক সহযোগিতায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারায় দলীয় নেতা কর্মীরা সাতক্ষীরার গণমানুষের প্রাণপ্রিয় জনদরদী নেতা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার প্রাক্কালে সকলের কাছে দোয়া কামনা করেছেন নেতা-কর্মীরা।
এ নিয়ে এমপি রবি সাতনদীকে জানান, কয়েক হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের গাড়ি বহরে ছিলো সংবাদকর্মী, মেডিকেল টিমসহ সর্বস্থরের জনসাধারণ। সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সকল নেতা-কর্মী ও পৌরসভার সকল নেতাকর্মীরা আমাদের সাথে গিয়েছিলো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শোকরিয়া আদায়করি আমরা সবাই সুন্দর ভাবে অনুষ্ঠানে যোগদান করে নিরাপদে ফিরে আসতে পেরেছি। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানটি আমাদের জাতির জন্য একটি মাইলফলক। জাতি আজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তার সাহসিকতার কারণে আজ পদ্মা সেতু করতে পেরেছেন। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার গাড়ি প্রতিদিন পদ্মা সেতু দিয়ে পারাপার করবে। এই অঞ্চলের চেহারা আম‚ল পরিবর্তন হবে। আমি মানুষের মুখে খুশি দেখেছি।