বুধবার (১ জুলাই) সকালে গুলশান-২ এর হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এসব কথা জানান র্যাব ডিজি। তিনি বলেন, ‘আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিবাদ দমনের যে সফলতা অর্জন করেছি, সেই সফলতাকে ধরে রাখতে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট কাজ করছে।’.
তিনি বলেন, ‘২০১৬ সালের এই দিনে হলি আটিজন রেস্তোরাঁয় মর্মান্তিক ও কাপুরুষিত ঘটনা ঘটেছে। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের স্বজনরা যাতে এই শোক সইতে পারেন সেজন্য তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
হলি আর্টিজান হামলার পর থেকে র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট একত্রিত হয়ে জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালিত হয়েছে এবং জঙ্গিদের সক্ষমতা ভেঙে দেওয়া গেছে বলে জানান তিনি।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ ২২ জন নিহত হন। জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান পুলিশের একজন সহকারী কমিশনার ও একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ঘটনার পরদিন ভোরে (২ জুলাই) সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।