নিজস্ব প্রতিবেদক: ছেলেটি তার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। নাম জিজ্ঞাসা করলেই বলছে তার নাম খালিদ। পিতার নাম বা ঠিকানা শুনলে বলছে মনে নেই। রবিবার (১২ জানুয়ারী) রাত দশটার দিকে ছেলেটিকে সাতক্ষীরা সদরের মাধবকাটি বাজার থেকে সদর থানা পুলিশের কাছে স্থানীয় লোকজন দিয়েছে। থানায় আনার পর সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান তার কক্ষে পিতৃ স্নেহে তাকে বিভিন্ন খাবার খাইয়ে আদর-যত্ন করেছেন। তার কাছে বিভিন্নভাবে তার ঠিকানা জানার চেষ্টা করলেও সে তার নাম ছাড়া আর কিছুই বলতে পারছে না। বর্তমানে ছেলেটি সাতক্ষীরা থানা হেফাজতে রয়েছে। কেউ তার ঠিকানা পেলে দ্রুত সাতক্ষীরা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা থানার মোবাইল নাম্বারেও ফোন করে যোগাযোগ করতে পারেন। সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ: ০১৭১৩-৩৭৪১৪১ অথবা সাতক্ষীরা থানার ডিউটি অফিসার: ০১৭৩০-৮৯৩০৮৩